New Update
/anm-bengali/media/media_files/6W0IXNgL6n6uvRtKchNv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাবা (Anubrata Mondal), মেয়ে (Sukanya Mondal) দুজনেই তিহারে (Tihar)। মনে করা হচ্ছে মেয়ে সুকন্যা তিহারে রয়েছে এটা বাবা হিসেবে মেনে নিতে পারছেন না অনুব্রত মন্ডল। সোমবার পাওয়া খবর অনুযায়ী, কিছুক্ষণ কথা হয়েছে দুজনের। মেয়েকে আশ্বাস দিয়েছেন অনুব্রত। নাকি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বীরভূমের বাঘ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us