/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ রাতে মুম্বাই পুলিশ জানিয়েছে, বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রবীণ লোঙ্কার নামে ২৮ বছরের এক যুবককে। শুভম লোঙ্কারের ভাই প্রবীণ লোঙ্কারকে পুনে থেকে গ্রেফতার করা হয়। ধর্মরাজ কাশ্যপ এবং শিবকুমার গৌতম বাবা সিদ্দিকিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। শুভম লোঙ্কার ও প্রবীণ লোঙ্কারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Baba Siddique murder case | Pravin Lonkar, the 28-year-old brother of Shubham Lonkar, has been arrested from Pune. He is one of the conspirators who, along with Shubham Lonkar, enlisted Dharmaraj Kashyap and Shivkumar Gautam in the plot. Further investigation is underway: Mumbai…
— ANI (@ANI) October 13, 2024
প্রসঙ্গত, প্রাক্তন বিধায়ক তথা অজিত পাওয়ারের গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ এই ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us