/anm-bengali/media/media_files/iNEBxX8cDO1tK28i4Pe9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালের ১২ জুলাই সর্বভারতীয় বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই বিষয়কে মাথায় রেখেই আজ উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) গ্রুপ সেন্টারে ৪ কোটি চারা রোপণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিআরপিএফ-দের এই কাজে পাশে থাকতেই এদিন গ্রেটার নয়ডা পৌঁছেছেন অমিত শাহ।
এদিন সিআরপিএফ-দের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন আমরা একটি গাছ রোপণ করি, আমরা নতুন প্রজন্মের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি। আমাদের যতটা সম্ভব গাছ লাগাতে হবে এবং কার্বন ডাই অক্সাইডের উৎপাদন কমাতে হবে”। এদিন এছাড়াও, অমিত শাহ সিআরপিএফ-এর আটটি ভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের নতুন ১৫টি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেছেন।
#WATCH | Union Home Minister Amit Shah plants fourth crore sapling at Central Reserve Police Force (CRPF) Group Centre in Uttar Pradesh's Greater Noida
— ANI (@ANI) August 18, 2023
The all-India plantation drive was launched by the Home Minister on July 12, 2020. pic.twitter.com/b9ijtvnS07
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us