/anm-bengali/media/media_files/YxlW4zCP9JDXisc5rUjv.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করছেন প্রত্যেকেই। টুইট মারফতও শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন বিশিষ্টরা। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করেছেন। একই সাথে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন তিনি টুইট করে লিখেছেন, “কার্গিল বিজয় দিবস কোটি দেশবাসীর সম্মানের বিজয়ের দিন। এই দিনটি সেই সমস্ত বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন যারা তাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করেছেন। আকাশ, উচ্চ আত্মা এবং পাহাড়ের মতো দৃঢ় সংকল্প নিয়ে রক্ষা করে গেছেন নিজের মাটিকে। তাদের ত্যাগ দিয়ে ভারত মাতার সাহসী সৈন্যরা শুধু এই বসুন্ধরার অহংকার ও গৌরবই রক্ষা করেননি, তাদের জয়ী ঐতিহ্যকেও বাঁচিয়ে রেখেছে”।
“সেই সকল ভারতীয় যোদ্ধাদের আমি প্রণাম জানাই”।
कारगिल विजय दिवस करोड़ों देशवासियों के सम्मान के विजय का दिन है। यह सभी पराक्रमी योद्धाओं को श्रद्धांजलि अर्पित करने का दिन है जिन्होंने आसमान से भी ऊँचे हौसले और पर्वत जैसे फौलादी दृढ़ निश्चय से अपनी मातृभूमि के कण-कण की रक्षा की। भारत माता के वीर सिपाहियों ने अपने त्याग व… pic.twitter.com/iv7RlROfkg
— Amit Shah (@AmitShah) July 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us