অমিত শাহ: সকাল সকাল বলে দিলেন সাফ ভাষায়

৭৭তম স্বাধীনতা দিবসে সকালেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন মনের কথা। কি এমন বলে দিলেন তিনি?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amit-shah-kargil.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৭৭তম স্বাধীনতা দিবসে সকালেই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন মনের কথা। দেশবাসীকে জানালেন সাফ ভাষায়।

টুইট বার্তায় তিনিও জানালেন ১৫ অগস্টের শুভেচ্ছা। বললেন, “সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেশের স্বাধীনতায় অবদান রাখা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার ত্যাগে আত্মাহুতি দেওয়া অমর ত্যাগীদের স্বপ্নের সোনার ভারত গড়ার প্রতি আমাদের কর্তব্যের কথাও এই দিনটি স্মরণ করিয়ে দেয়। এসো, স্বাধীনতার স্বর্ণযুগে জাতির ঐক্য ও সমৃদ্ধিতে সর্বাত্মক অবদান রাখার অঙ্গীকার করি”।