/anm-bengali/media/media_files/Nt9GgvFQoon35YWmrem5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজকের দিনেই আমরা হারিয়েছিলাম তাঁকে। মিসাইলের রসায়ন প্রথম দেশকে বুঝিয়ে ছিলেন তিনি। জীবন শিক্ষা যে প্রকৃত শিক্ষা, আর পড়ুয়াদের তা মেনে চলা উচিত সেই পাঠ দিয়েছিলেন তিনিই। হ্যাঁ, আজ ‘মিসাইল ম্যান’-এর মৃত্যুবার্ষিকী।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট বার্তায় জানিয়েছেন, “ভারতরত্ন ডঃ এপিজে আব্দুল কালামের জীবন ছিল শ্রেষ্ঠত্ব, সরলতা এবং সংবেদনশীলতার এক অপূর্ব সঙ্গম। তার কঠোর পরিশ্রম দিয়ে, তিনি সারা জীবন দেশকে ক্ষমতায়ন করার জন্য নিবেদিত ছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তরুণদের পথ দেখিয়েছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে দেশের ‘মিসাইল ম্যান’কে জানাই শ্রদ্ধার্ঘ্য”।
भारत रत्न डॉ एपीजे अब्दुल कलाम जी का जीवन उत्कृष्टता,सादगी व संवेदनशीलता का अद्भुत संगम था। अपनी कर्मठता से वे देश को सशक्त बनाने हेतु जीवन भर समर्पित रहे और युवाओं को अंतिम सांस तक मार्गदर्शित किया।
— Amit Shah (@AmitShah) July 27, 2023
देश को नई ऊंचाइयों पर ले जाने वाले 'मिसाइल मैन' को उनकी पुण्यतिथि पर कोटिशःनमन। pic.twitter.com/VMBkjvpdCr
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us