Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/6esI62c9lhqbKSZwqFnu.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আচমকাই ভয়াবহ প্রাকৃতিক দাপট ওলটপালট করে দিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আসাম ও মণিপুরের পরিস্থিতি। বিধ্বংসী এই ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ির। ঝড়ের ফলে আহত হয়েছেন একাধিক মানুষ। রাতেই দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে বিধ্বংসী এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
/anm-bengali/media/media_files/br86V8n6v6P4Dt7wJFCV.jpg)
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিজেপির সমস্ত কার্যকর্তাদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আবেদন করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/SiGUojOHIFh55eI6fURp.jpg)
/anm-bengali/media/post_attachments/1d2d563dfb3bebce00adb1800cfeeed9c86e83f3c82592e531bb72ba9f7f638b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us