Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/aUQ2v29mWMnGAzvf3oAZ.png)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Election) আগে রাজ্যে ফের হিংসার (TMC BJP Clash) ঘটনা ঘটল। অভিযোগের তির তৃণমূলের দিকে। তুফানগঞ্জে (Tufanganj) বিজেপির (BJP) বৈঠক চলাকালীন তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আলু ধোয়া এলাকায়। ৮/১০০ নং বুথের বিজেপির বুথ সভাপতি রবীন্দ্র কর্জিকে তুলে আছাড় মারা হয়েছে বলেও অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us