Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/AUt7SYz69k7su7xcccm1.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ায় শনিবার একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোয়ার শাবেল অঞ্চলের বুসলে ঘাঁটিটি কিছুক্ষণের জন্য হামলাকারীরা দখল করে নিয়েছিল বলে নিরাপত্তা কর্মকর্তা ও গোষ্ঠীটি জানিয়েছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
সোমালিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, 'আল শাবাবের সশস্ত্র যোদ্ধারা আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে ওই ঘাঁটিতে প্রবেশ করতে শুরু করে। প্রচণ্ড লড়াইয়ের পর ঘাঁটিতে বেশ কয়েকটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আল-শাবাব অল্প সময়ের জন্য ঘাঁটিটি দখল করে নিয়েছে।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us