বড় খবরঃ আতঙ্ক, ভয়ে কাঁপছে দেশের মানুষ, ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র

কিয়েভ, চের্কাসি, কিরোভোহরাদ, পোলতাভা, সুমি, খার্কিভ, ডিনিপ্রোপেট্রোভস্ক, জাপোরিঝিয়া, দোনেৎস্ক অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃরাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার গোটা ইউক্রেন জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউক্রেনের যে কোনো অঞ্চলে বিমান হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এছাড়া, অপারেশনাল কমান্ড পিভডেন (দক্ষিণ) এর প্রতিনিধি ভ্লাদাস্লাভ নাজারোভ জানিয়েছেন, কৃষ্ণ সাগরের জলসীমায় মোট ৮টি কালিবর ক্ষেপণাস্ত্র নিয়ে একটি ছোট ক্ষেপণাস্ত্র জাহাজ উৎক্ষেপণ করা হয়েছে।