মুসলমান এবং হিন্দু দুটি ভিন্ন জাতি?

 হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য রাখার সময় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন এইআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
xfgvbfh

নিজস্ব সংবাদদাতা: হায়দরাবাদের একটি জনসভায় বক্তব্য রাখার সময়, এইআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, "কে বলেছে যে মুসলমান এবং হিন্দু দুটি ভিন্ন জাতি? আমরা কি তা বলেছি? না।

gyanvapi: AIMIM chief Asaduddin Owaisi hopes ASI report on Gyanvapi will  not open floodgates for "thousand Babris" - The Economic Times

বিজেপি বলছে যে, এইএমআইএম-কে ভোট দেওয়া পাকিস্তানকে ভোট দেওয়ার সমান। আরে আপনারা লজ্জিত হন। আপনারা দুই জাতি তত্ত্বের কথা বলেছেন।

Chhota Recharge of RSS: AIMIM Chief Asaduddin Owaisi criticises AAP... 'How  are you different from the BJP?' | Mint

আপনাদের নায়ক বলেছেন হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি। আপনাদের নায়ক তার বইতে লিখেছেন এই কথা। আমরা এই দেশেই জন্মেছি, এই দেশেই মরবো। শুনুন বিজেপি, আরএসএস, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, আর কোনও মানুষ দেশত্যাগ করবে না।"

Add 1