New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে আর হাতে মাত্র ৫টা দিন। ভোট আগামী শনিবার। আর তার আগে ফের মৃত্যু। এই নিয়ে ২৪ দিনে ১৪ জনের মৃত্যু। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন যেন রক্তাক্ত নির্বাচনেরই ইতিহাস তৈরি করছে। তাই প্রতিদিন রক্তাক্ত হচ্ছে নির্বাচনের প্রাক মুহুর্ত।
উত্তর ২৪ পরগণার হাড়োয়ার শালিপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল একজনের, আহত আরও এক। প্রাথমিক ভাবে যা খবর পাওয়া যাচ্ছে, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ হয়। এবং বিস্ফোরণ হতেই ঘটনাস্থলে প্রাণ হারান একজন। গুরুতর আহত আরও এক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
যা জানা যাচ্ছে, ভোটের জন্যেই মাঠে বাঁধা হচ্ছিল বোমাগুলি। আর তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us