নিম্নচাপ সরলেও দুর্যোগ এখনই নয়, দু’দিন পর থেকেই বদলাবে আবহাওয়ার মতিগতি

আবার রাজ্যে সক্রিয় হবে বর্ষা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
monsoons.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গের আকাশে সাময়িক বিরতি। বুধবার সকাল থেকেই দেখা মিলেছে রোদের, আবহাওয়ার কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়। তবে এই স্বস্তি বেশিদিনের নয়। বৃহস্পতিবার থেকেই ফের রাজ্যজুড়ে সক্রিয় হবে নিম্নচাপ, বাড়বে বৃষ্টির পরিমাণ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার উপর থেকে নিম্নচাপ কিছুটা সরে গিয়ে বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। পাশাপাশি এটি ছত্তিশগঢ় সংলগ্ন অঞ্চলে বিস্তৃত হয়ে দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এর প্রভাবেই আবার রাজ্যে সক্রিয় হবে বর্ষা।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে সারাদিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি গতিতে। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে।

Rain

ভারী বৃষ্টি হতে পারে - পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়। আর কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।