New Update
/anm-bengali/media/media_files/l7upFwjGKkwS9N2K71D4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কিছু দিন আগের চিত্র, যখন দেখা গিয়েছিল মেঘ ভাঙা বৃষ্টিতে কীভাবে বিপর্যস্ত হয়েছিল হিমাচল প্রদেশ। সিমলা, মানালি, কুলু সমগ্র এলাকা জুড়েই দেখা গিয়েছিল ভয়াবহতার চিত্র। এখন আর দুর্যোগ নেই, কিন্তু বিধ্বস্ত হিমাচলের প্রমাণ মিলবে কোনায় কোনায়।
আর এরই মধ্যে ফের বিপদ ঘনাচ্ছে হিমাচলের মাণ্ডির মাথায়। এদিন সকাল থেকে দেখা যায়, মাণ্ডি জেলার পাহাড়ের মাথার ওপরে জমাট বাঁধছে মেঘ। ঘন মেঘের আস্তরণ ঘিরে রাখছে সমগ্র মাণ্ডিকে। আর এখানেই বিপদের আশঙ্কা করছে পাহাড়বাসী। আবার কি তাহলে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসতে চলেছে হিমাচল? কি বিপদ ঘনিয়ে আসছে?
#WATCH | Himachal Pradesh: Clouds seen over mountains in Mandi. pic.twitter.com/AbWB3sCNM5
— ANI (@ANI) July 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us