শেষ, এবার ভেসেই যাবে সবকিছু

জলস্তর ক্রমশ বাড়ছে তামিলনাড়ুর নদীগুলিতে।

New Update
dxsadsa

File Picture

নিজস্ব সংবাদদাতা: লাগাতার বৃষ্টিতে বেশ সমস্যায় পড়েছে তামিলনাড়ু। আর তার মধ্যে ক্রমশ শক্তি বাড়াচ্ছে আন্দামান-নিকোবরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম। ফলে জলস্তর ক্রমশ বাড়ছে তামিলনাড়ুর নদীগুলিতে। বেশ কিছু এলাকাও জলমগ্ন। এরই মধ্যে ফের ভারী বৃষ্টির রেড অ্যালার্ট।

চেন্নাই-এর আবহাওয়া কেন্দ্র জানাচ্ছে আগামী ৩ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তামিলনাড়ুর থিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, চেন্নাই, টেনকাসি, থুথুকুডি, থিরুনেলভেলি এবং কানিয়াকুমারী জেলার বিচ্ছিন্ন জায়গায়। এই সকল জায়গায় মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভিলুপুরম, রানিপেট, কুড্ডালোর, থাঞ্জাভুর, নাগাপট্টিনম, মায়িলদুথুরাই, তিরুভারুর, রামানাথপুরম, থিরুপুর, ডিন্ডিগুল, পুডুকোট্টাই, বিরুধুনগর নীলগিরি এবং তামিলগিরির পুউচ্চিনা জেলার বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

 

hiren