New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: শহর জুড়ে ভালোবাসার মরশুমের মাঝেই ফের একবার রেশন দুর্নীতিতে অ্যাকশনে মুডে ইডি। কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান। সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হাজির ইডি-র আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই খবর পেতেই সেখানে পৌঁছে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পরবর্তীতে তল্লাশি অভিযানের নোটিশ দেখে সেই জায়গা ছাড়েন পুলিশ আধিকারিকরা।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
সল্টলেক, বাগুইআটি, ইএম বাইপাস, মধ্য কলকাতা, নিউ আলিপুর, বন্দর এলাকা সহ কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় এজেন্সির রেডারে এবার রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ফরেক্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস। আর তারই একাধিক বাড়ি, অফিসে চলছে আজকের ইডি অভিযান।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us