পুরুলিয়ায় ফের ডাকাতি, এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

রাতের অন্ধকারে ব্যাঙ্কে পা রাখে ডাকাতের দল। পা রাখা মাত্রই বিপদ ঘণ্টি বেজে ওঠে ও তৎক্ষণাৎ চম্পট দেয় ডাকাতের দল।

New Update
ezgif.com-webp-to-jpg (33).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির কিনারা হওয়ার আগেই, এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনা। মাত্র ৪ দিনের ব্যবধানে ফের ডাকাতির ঘটনা। আতঙ্ক জেলা জুড়ে।

যা জানা যাচ্ছে, গতকাল রাত ৯টা নাগাদ প্রথমে ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে হানা দেয় ডাকাতদল। লুঠের চেষ্টা ব্যর্থ হওয়ায়, এরপর ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকে পড়ে কয়েকজন ডাকাত। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা সংখ্যায় ৪-৫ জন ছিল। কিন্তু ব্যাঙ্কে পা দেওয়া মাত্রই বিপদ ঘণ্টি বেজে ওঠে ও তৎক্ষণাৎ চম্পট দেয় ডাকাতের দল।

ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে হত ২৯ অগস্ট, পুরুলিয়ার সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ৪ দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আর তারই মধ্যে ঘটল এই ঘটনা। স্বভাবতই মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।