রাজ্যে ফের বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং

আজ রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন - সাংসদ রবি শঙ্কর প্রসাদ, সত্যপাল সিনহা, রাজদীপ রায় এবং রেখা বর্মা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে এসে পৌঁছল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গতকালই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে জানিয়েছিলেন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর সেই মত আজ রাজ্যে এলেন তারা। ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন - সাংসদ রবি শঙ্কর প্রসাদ, সত্যপাল সিনহা, রাজদীপ রায় এবং রেখা বর্মা।

যা জানা যাচ্ছে, তারা আজ থেকে সেই সব জায়গায় পরিদর্শনে যাবেন যেখানে ভোট পূর্ববর্তী এবং পরবর্তী অশান্তি, সন্ত্রাস ছড়িয়েছে। সন্ত্রাসের কারণে যেখানে যেখানে মৃত্যু হয়েছে সেখানেও যাবেন তারা। কথা বলবেন স্বজন হারানো পরিবারের সদস্যদের সাথে। এমনকি উত্তরবঙ্গও যাবেন তারা। তারপর রিপোর্ট জমা করবেন স্বরাষ্ট্রমন্ত্রকে।