New Update
/anm-bengali/media/media_files/qJHE5t8phdhBDUdkJt9F.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরশুমেও বীরভূম বদলাবে না। বীরভূম আছে বীরভূমেই! ফের একবার বোমাবাজির শব্দে ঘুম ভাঙল জেলাবাসীর। সিউড়িতে স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। স্কুলের সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে।
যা জানা যাচ্ছে, সিউড়ির রুটিপাড়া বিদ্যাপীঠ স্কুলের সামনে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি। রাতভর চলে বোমাবাজি। আজ রবিবার বলে স্কুলে ছুটি। তাই বড় কোনও বিপদ ঘটেনি। কিন্তু এরকম কতদিন চলবে, এমনটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us