এবার ঝোপের মধ্যে ব্যালট পেপার

ঝোপের মধ্যে থেকে উদ্ধার প্রচুর ব্যালট পেপার। প্রত্যেকটি ব্যালট পেপারের পিছনে রয়েছে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর। যা নিয়ে শুরু হয়েছে নতুন তর্জা।

New Update
ballot bb.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোট শেষ হয়েছে সপ্তাহ পার। তারপরও হাজার হাজার ব্যালট পেপার উদ্ধার হচ্ছে নিত্যদিন। এমনকি কখনও খুঁজে পাওয়া যাচ্ছে ব্যালট বক্সও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গণনা হল কি দিয়ে?

যা জানা যাচ্ছে, মালদহের চাঁচল ২ নম্বর ব্লক থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হয় বহু ব্যালট পেপার। মালতিপুর গ্রন্থাগারের পিছনে বাঁশ ঝাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল ব্যালট পেপারগুলো।

যা খবর পাওয়া যাচ্ছে, প্রত্যেকটি ব্যালট পেপারের পিছনে রয়েছে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর। স্বভাবতই ভোট কারচুপির অভিযোগ সত্য প্রমাণ হচ্ছে বলে দাবি করেছেন বিরোধীরা। পরে পুলিশের সহযোগীতায় ব্লক অফিসার খবর পাওয়ার পরই ব্যালট পেপার গুলি সেখান থেকে নিয়ে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতো গুলি ব্যালট পেপার সেখানে এল কি করে?