নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকান ইউনিয়ন বলেছে, গত মাসে হামাসের গণহত্যার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া 'ক্ষমার অযোগ্য'।
বার্লিনে এক সংবাদ সম্মেলনে এইউ চেয়ারম্যান আজালি আসোমানি বলেন, "হামাসের কর্মকাণ্ড নিন্দনীয়। কিন্তু এই প্রতিক্রিয়া ক্ষমার অযোগ্য। এমন একটি শিশুর কথা কল্পনা করুন যে তার মাকে হত্যা করতে দেখেছে, তার বাবাকে হত্যা করতে দেখেছে। এটি চরমপন্থা সৃষ্টি করে।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)