Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Ay04jWJfikvsI2lHxqCX.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শনিবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ত্রাণ কর্তৃপক্ষ।
হেরাত প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোসা আশারি বলেন, 'এখন পর্যন্ত এক হাজারেরও বেশি আহত নারী, শিশু ও বৃদ্ধ নাগরিককে আমাদের রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রায় ১২০ জন প্রাণ হারিয়েছেন।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us