New Update
/anm-bengali/media/media_files/Dz87E0gss1E1qNq10ayl.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এমনিতেই বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। ২০০০ ঘরবাড়ি সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গেছে। এমনই ধ্বংসাত্মক ছবি এখন দেখা যাচ্ছে আফগানিস্তান জুড়ে। আর এরই মধ্যে ফের কাঁপল সেখানকার মাটি।
যা জানা যাচ্ছে, আজ সকাল ৬টা ১১ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে সেই দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। নেশন্যাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিকম্পে নতুন করে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তবে সেই সংখ্যা এখনও জানা যায়নি।
An earthquake with a magnitude of 6.1 on the Richter Scale hit Afghanistan at 06:11 am today: National Center for Seismology pic.twitter.com/ta7McYoN8n
— ANI (@ANI) October 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us