New Update
/anm-bengali/media/media_files/qvI37CXFvEEHsaNGUgdk.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল চারিদিক। ১৪ আগস্ট মধ্যরাতে কার্যত সূর্যোদয় ঘটিয়েছেন বাংলার প্রতিবাদী জনতা। সেই প্রতিবাদের সুর ছড়িয়ে পড়েছে বলিউড জগতেও।
/anm-bengali/media/post_attachments/40e64ddf48069e57777596e1bfd45bb1bfc403bda2b7f6fc893b0173894ecb49.jpg)
শুধুই কি রাস্তায় নেমে স্লোগান দিয়েই প্রতিবাদ হয়? না বোধহয়। এবার কবিতার মাধ্যমে অভিনব শান্ত এবং ধীর-স্থির প্রতিবাদ জানালেন জনপ্রিয় বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা।
/anm-bengali/media/post_attachments/0b2155747a02b6cc318797ea1fc4e5993cc9d233aa9fb30d73f2f0a32df32d86.jpg?w=1200&h=900&cc=1&webp=1&q=75)
অভূতপূর্ব একটি কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদ প্রকাশ্যে আনলেন তিনি। যার প্রথম লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে, "আমি যদি ছেলে হতাম, তবে দরজায় ছিটকিনি না লাগিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারতাম।" খুব স্বাভাবিকভাবেই আয়ুষ্মানের প্রতিবাদের এই ভাষা মন কেড়েছে সক্কলের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us