Abhishek Banerjee : লোক কই? মঞ্চেই উঠলেন না অভিষেক

লোক হল না অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) সভায়। শেষ পর্যন্ত মঞ্চেই উঠলেন না তিনি। তৃণমূলের (TMC) পক্ষ থেকে যুক্তি, প্রাকৃতিক দুর্যোগের কারণে দলীয় কর্মীরা আসতে পারেনি।

author-image
Pritam Santra
16 May 2023
abhishek upset

নিজস্ব সংবাদদাতাঃ লোক হল না অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) সভায়। শেষ পর্যন্ত মঞ্চেই উঠলেন না তিনি। তৃণমূলের (TMC) পক্ষ থেকে যুক্তি, প্রাকৃতিক দুর্যোগের কারণে দলীয় কর্মীরা আসতে পারেনি। তাই ফাঁকা পড়েছিল বেশ কিছু চেয়ার। ঘটনাটি বুদবুদের মানকর কলেজ সংলগ্ন ময়দানে। তৃণমূল কর্মীদের নিয়ে সভা করার কথা ছিল অভিযোগ। স্থানীয় বিজেপির (BJP) দাবি, অভিষেকের সভায় ফাঁকা চেয়ার থেকেই স্পষ্ট তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কতটা গুরুতর আকার ধারণ করেছে।