New Update
/anm-bengali/media/media_files/yexFUQVHHjdNBwt4ZW2k.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কৃষকদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জী। নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ঘোষণাটি করেছেন অভিষেক। আরামবাগে এদিন জন সমাবেশ থেকে তৃণমূল নেতা বলেন, "আমি স্নেহাশিস (চক্রবর্তী) দাকে বলেছি, এখনকার প্রচুর চাষি রয়েছে, বিশেষত আলু চাষি, যারা কৃষি পণ্য নিয়ে খেয়া পারাপার করবে না কৃষকরা যারা পারাপার করবে তাদের থেকে যেন এক পয়সা নেওয়া না হয়।" হুগলি জেলার চাষিরা এই সুবিধা পেতে চলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us