Abhishek Banerjee : 'সবচেয়ে বড় কয়লা চোর'-এর কথা বললেন অভিষেক

নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, "বেনোজলে অনেকেই আসে কিন্তু তাঁদের এবার বিদায় দেওয়া হবে।"

author-image
Pritam Santra
17 May 2023 আপডেট করা হয়েছে 18 May 2023
abhishek banerjee

নিজস্ব সংবাদদাতা: নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, "বেনোজলে অনেকেই আসে কিন্তু তাঁদের এবার বিদায় দেওয়া হবে। বেইমানি করলে দলে নেওয়া হবে না।" এরপর উক্ত নেতা এবং বিজেপিকে (BJP) এক সঙ্গে নিশানা করে অভিষেক বলেন, " সবচেয়ে বড় কয়লা চোর, তাঁকে নিজের দলে নিয়ে বিজেপি প্রার্থী করলো আর এই বিজেপি নাকি কয়লা চুরির তদন্ত করবে।" করলাম মাফিয়া বলে পরিচিত জয়দেব খাঁর কথাও নব জোয়ার কর্মসূচি থেকে বলেছেন অভিষেক।