New Update
/anm-bengali/media/media_files/LCAlxYAOaQRS2uXbIhVm.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বদলেছিল আবহাওয়া। বৃষ্টির সঙ্গে ঝড়, মেঘ গর্জন। লন্ডভন্ড হয়ে গিয়েছে অভিষেক ব্যানার্জীর সভাস্থল। লন্ডভন্ড হয়ে গিয়েছে বাদকুল্লার সেই সভাস্থল। নদিয়ায় যখন ঝড়, বৃষ্টি শুরু হয়েছিল অভিষেক ব্যানার্জীর কনভয় তখন রাস্তায়। বাদকুল্লার দিকে তখন যাচ্ছিলেন। দুর্যোগের মধ্যে রাস্তায় আটকে পড়েছিলেন তিনি। পূর্ব বর্ধমানেও ঝড়, বৃষ্টির কারণে ব্যাহত হয়েছিল অভিষেকের সভা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us