রাত পেরিয়ে সকাল, অভিষেক ঠাঁই বসে…

নিজের বক্তব্যে অবিচল যুবরাজ। সারারাত ঠাঁই বসে রইলেন ধর্না মঞ্চে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
386190071_872623510901761_7376215449738626697_n.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকালই বলেছিলেন রাজ্যপাল দেখা না করলে ধর্না মঞ্চ ছাড়বেন না। ফিরে যেতে বলেছিলেন দলীয় কর্মীদের। কিছু শীর্ষ নেতৃত্ব ছাড়া রাতে ফিরে গিয়েছিলেন প্রায় সকলেই। অনেক রাতে বাকিরাও ফিরে গিয়েছিলেন। কিন্তু তিনি ঠাঁই ছিলেন বসে। নিজের বক্তব্যে অবিচল যুবরাজ। সারারাত ঠাঁই বসে রইলেন ধর্না মঞ্চে।

যে মঞ্চ গতকাল তৈরি হয়েছিল, তা ছিল অস্থায়ী মঞ্চ। কিন্তু গতকাল অভিষেকের মন্তব্যের পর এবং রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া না মেলায়, সেই অস্থায়ী মঞ্চকেই স্থায়ী করছেন কর্মীরা। সকাল থেকে তাই মঞ্চ বাঁধার কাজ চলে। একই সাথে পাশে একটি ছোট মঞ্চ করা হয়, রেস্টরুম হিসেবে। এদিন সকালে কিছুক্ষণ সেখানেই বিশ্রাম নেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। সকাল ১১টা থেকে ফের ধর্না মঞ্চে বসার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। বিরোধীরা যাই বলুক, আপাতত নিজের লক্ষ্যে অবিচল তৃণমূলের যুবরাজ।