/anm-bengali/media/media_files/naFYX1Tlh9hrj9Miun8R.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪ নিয়ে সিরসার এলেনাবাদ বিধানসভা আসন থেকে আইএনএলডি প্রার্থী অভয় সিং চৌটালা বলেছেন, "হরিয়ানায় একটি জোট সরকার গঠিত হতে চলেছে। আইএনএলডি এবং বিএসপি সরকার গঠন করবে। আমরা ৩০-৩৫টি আসন জিতব।"
#WATCH | #HaryanaAssemblyElections2024 | Sirsa, Haryana | INLD candidate from Ellenabad assembly seat of Sirsa, Abhay Singh Chautala says, "A coalition government is going to be formed in Haryana. INLD and BSP will form the government. We will win 30-35 seats..." pic.twitter.com/BlZUfyC8a7
— ANI (@ANI) October 5, 2024
প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ। ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০৩১ জন প্রার্থী। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির পাশাপাশি, কংগ্রেসের ভূপেন্দ্র হুডা, জেজেপি-র দুষ্যন্ত চৌতালা প্রমুখ রয়েছেন সেই প্রার্থীদের তালিকায়।
রাজ্যের মোট ২,০৩,৫৪,৩৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের জন্য রাজ্যে ২০ হাজার ৬৩২টি পোলিং বুথ তৈরি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us