জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কেজরিওয়ালের পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
Sanjay Singh

নিজস্ব সংবাদদাতা: আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "যদি অরবিন্দ কেজরিওয়াল আজ পদত্যাগ করেন তবে এই লোকেরা আম আদমি পার্টিকে শেষ করে দেবে। আমাদের মন্ত্রীদের জেলে পাঠানো হবে।

sanjaysinghjt1.jpg

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, বাকি আপ মন্ত্রীদের জেলে রাখা হবে এবং তারপর তারা তাদের পদত্যাগ চাইবে। তারা এম কে স্ট্যালিন, রেভান্থ রেড্ডি, কেরালার মুখ্যমন্ত্রী, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবকে জেলে ঢোকাবে।"

sanjaysinghjt2.jpg

Add 1