/anm-bengali/media/media_files/hYUkayGu3kXkp4ZDYT9j.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বিরোধী দল বিজেপি শাসক দলের মুখপাত্রের কুশপুত্তলিকা দহনের জন্য উপস্থিত হলেও, ঘটনাক্রমে চাল উল্টো পড়ে যায়। সূত্রের খবর যে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কুশপুত্তলিকা নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী এবং সমর্থকরা। কিন্তু শাসক দল বিরোধিতা করলে তারা কুশপুত্তলিকা ছেড়ে পালায়। তার বদলে সেই পুত্তলিকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে পোড়ানো হয়।
মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার কথা নিজেই তার 'এক্স' মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেছেন যে, '' ঐতিহাসিক কুশপুতুলের বিশ্বরেকর্ড। এটি আমার নামে এনেছিল বিজেপির কয়েকজন, আমার বাড়ির সামনে পোড়াবে বলে। আমাদের সহকর্মীদের আতিথেয়তার আয়োজন দেখে এটা ফেলে ভয়েই পালিয়েছে। এরপর এটিতে শুভেন্দুর মুখের ছবি লাগিয়ে পুড়িয়েছে আমাদের সমর্থকরা। কুশপুতুলের অপূর্ব হাতবদল আগে দেখেছেন ? ''
ঐতিহাসিক কুশপুতুলের বিশ্বরেকর্ড।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 22, 2024
এটি আমার নামে এনেছিল বিজেপির কয়েকজন, আমার বাড়ির সামনে পোড়াবে বলে। আমাদের সহকর্মীদের আতিথেয়তার আয়োজন দেখে এটা ফেলে ভয়েই পালিয়েছে। এরপর এটিতে শুভেন্দুর মুখের ছবি লাগিয়ে পুড়িয়েছে আমাদের সমর্থকরা।
কুশপুতুলের অপূর্ব হাতবদল আগে দেখেছেন? pic.twitter.com/Yn291bFcxi
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us