/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও তিন শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হওয়ায় লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাতের নতুন করে বিপজ্জনক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক মাস ধরে সীমান্তে ইসরায়েলি সৈন্য ও হিজবুল্লাহ জঙ্গি ও তাদের মিত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। যদিও সংঘর্ষ অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে, তবে হিজবুল্লাহর মিত্র হামাসের বিরুদ্ধে ইসরায়েল গাজায় স্থল আক্রমণ চালানোর সঙ্গে সঙ্গে তাদের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় একই পরিবারের সদস্যদের বহনকারী দুটি বেসামরিক গাড়ি আইনাটা ও আইতারুন শহরের মধ্যে যাচ্ছিল। এর মধ্যে একটি গাড়ি বিমানের হামলায় আগুনে পুড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে ১০, ১২ ও ১৪ বছর বয়সী এক নারী ও তিন মেয়ে নিহত হয় এবং অন্যরা আহত হয়।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us