/anm-bengali/media/media_files/oWoxNMp8Kja42QMNeIID.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: গতকাল রাতে দুর্গাপুরে অতুল বাগদি নামে এক বিজেপি নেতার দিকে গুলি চালিয়েছে তৃণমূলের এক কর্মী। এমনটাই অভিযোগ এনেছেন আক্রান্ত ওই বিজেপি নেতা। তিনি আরও জানান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
/anm-bengali/media/media_files/atul1.png)
অতুল বাগদি বিজেপির এক নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। অভিযোগ উঠেছে যে, রাত্রি ২:২০ নাগাদ, ভোলা পাসওয়ান নামে এক তৃণমূল কর্মী প্রথমে গাড়ি নিয়ে বিজেপি নেতার বাড়ির এলাকায় ঘোরাফেরা শুরু করে । পরে দলীয় কর্মীদের কাছে খবর পেয়ে বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে যান বিজেপি নেতা অতুল। সেই সময় তৃণমূল কর্মী ভোলা পাসওয়ান তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরও জানান, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এই যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেছেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এজোন ফাঁড়ির পুলিশ। আপাতত পুলিশ এবিষয়ে তদন্ত করছে।
/anm-bengali/media/media_files/atul2.png)
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার নেতা উত্তম মুখার্জী। তিনি বলেছেন, "বিজেপি বাইরের রাজ্য থেকে গুন্ডাদেরকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। ভোটে মানুষ এর জবাব দেবে।"
/anm-bengali/media/post_attachments/987ec6c712be65c156293f46a3b03a501cd768c6fdc849d036d9a6ed1b518ed0.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us