কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এক চাকরি প্রার্থী

কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক চাকরিপ্রার্থী। পেটে কেরোসিন ঢুকে অসুস্থ হয়ে পড়েন তিনি।হাওড়া হাসপাতালে তাঁর চিকিত্‍সা চলছে।যানা যায় ঐ চাকরি প্রার্থীর নাম দেবাশীষ বিশ্বাস ।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 12.06.43 (1).jpeg

নিজস্ব সংবাদদাতা:      কেটে গিয়েছে ১৪ বছর।  এই ১৪ বছরে  রামায়নের রামচন্দ্র ও সীতার বনবাসও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তার সঙ্গে বাস্তবে মিলল না প্রাথমিক শিক্ষকের চাকরি। শনিবার সেই চাকরি চাইতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক চাকরিপ্রার্থী। পেটে কেরোসিন ঢুকে অসুস্থ হয়ে পড়েন তিনি।হাওড়া হাসপাতালে তাঁর চিকিত্‍সা চলছে।যানা যায় ঐ চাকরি প্রার্থীর নাম দেবাশীষ বিশ্বাস ।