New Update
/anm-bengali/media/media_files/qn8Qo2JGOvPJeyApFpyN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাত পেরিয়ে পড়েছে পরেরদিন সকাল। অথচ এখনও সন্ত্রাসের ছবি দেখা যাচ্ছে ভাঙড়ের রাস্তায় রাস্তায়। কোথাও পড়ে রয়েছে বোমার অংশ। তো কোথাও এখনও রাস্তাতেই দাঁড়িয়ে আগুনে ভস্মীভূত গাড়ি। যা সব প্রমাণ করছে ভাঙড়ের সন্ত্রাসের রূপ।
এরই মধ্যে ভাঙড়ের রাস্তার ধার থেকে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা। একটি-দুতি নয়, প্রায় ৭ সাতটি ব্যাগ রাস্তার ধারে পড়ে রয়েছে। সবকটি ব্যাগই বোমায় ভর্তি। যেকোনও মুহুর্তে তার থেকে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ। কিন্তু পুলিশের অবশ্য এখনও হুঁশ ফেরেনি।
আরও অবাক করার বিষয় ভাঙড় থানার অদূরেই রয়েছে এই সাতটি ব্যাগ। কিন্তু এরপরও পুলিশের ঘুম ভাঙেনি। আর আজই একটু পরেই ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল। তার আগে এই চিত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us