/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে জানা গেল ৭ অগস্ট প্রকাশিত হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বুধবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)-এর তরফে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, চলতি বছর ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা হয়েছিল। কিন্তু ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
বোর্ড সূত্রে খবর, ৫ জুনেই ফল প্রকাশের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন হয়ে পড়ে, যার ফলে আটকে যায় পুরো প্রক্রিয়া।
বোর্ডের চেয়ারপার্সন জানান, "বোর্ড সম্পূর্ণ প্রস্তুত ছিল ৫ জুন রেজাল্ট প্রকাশের জন্য। কিন্তু সংরক্ষণ সংক্রান্ত মামলার জেরে আমরা থেমে যাই"।
২৮ জুলাই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, আর তার দু'দিন পরই উচ্চশিক্ষা দফতর থেকে WBJEEB-কে ফল প্রকাশের অনুমতি দেওয়া হয়।
বোর্ড জানিয়েছে, ২ অগস্ট পর্যন্ত সংরক্ষণের তথ্য আপডেট করার সুযোগ থাকবে। যাঁদের সংরক্ষণের তথ্য বদলেছে বা নতুন করে জমা দিতে চান, তাঁরা নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আপডেট করতে পারবেন। বোর্ড এর জন্য সব পরীক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে বার্তা পাঠিয়েছে।
এখন দেখার, ৭ অগস্ট ফল প্রকাশের পর কীভাবে দ্রুত ভর্তি প্রক্রিয়া এগোয় এবং রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ কী পদক্ষেপ নেয় ভর্তি সমস্যা মেটাতে।