ফের সকাল সকাল স্বর্ণপ্রাপ্তি ভারতের

এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Asian-Games_Gold_Shooting.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুটিং-এ ফের সোনা প্রাপ্তি ভারতের। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিং, অর্জুন সিং চেনা ও শিব নারওয়াল। এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা।

দিনের শুরুতেই ভারতের আজকের পদকের খাতা খোলে উশুতে। মণিপুরের রোসিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগে জেতেন রুপো। আর তারপরই সোনা প্রাপ্তির খবর আসে। এই নিয়ে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ২৪-এ। আর সপ্তম স্থান থেকে ভারত উঠে এল পঞ্চম স্থানে।