/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নেপালের দক্ষিণাঞ্চলীয় সমভূমির বারা জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ ভারতীয় তীর্থযাত্রীসহ ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ১৯ জন আহত হন।
পুলিশ জানিয়েছে, বাসটি কাঠমান্ডু থেকে জনকপুর যাচ্ছিল এবং ভারতীয় তীর্থযাত্রীদের নিয়ে বারার চুড়িয়ামাইয়ের কাছে একটি দুর্ঘটনা ঘটে।
ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট প্রদীপ বাহাদুর ছেত্রী জানান, রাত ২টোর দিকে ইস্ট-ওয়েস্ট হাইওয়ের সিমরা সাব-মেট্রোপলিটন সিটি-২২-এর চুড়িয়ামাই মন্দিরের দক্ষিণে একটি নদীর তীরে বাসটি উল্টে যায় এবং রাস্তা থেকে প্রায় ৫০ মিটার নিচে পড়ে যায়। পুলিশ নিহত ভারতীয় নাগরিকদের সনাক্ত করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত ভারতীয় তীর্থযাত্রীরা ভারতের রাজস্থান রাজ্যের বাসিন্দা। এই দুর্ঘটনায় এক নেপালি নাগরিকও মারা গেছেন। বাসটিতে দুই চালক ও একজন হেলপারসহ মোট ২৭ জন ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us