Bhangor Clash: ভাঙড় কাণ্ডে এবার ৬টি এফআইআর

এবার ভাঙড় কাণ্ডে ৬টি এফআইআর দায়ের। মামলা রুজু করল পুলিশ। এর মধ্যে তিনটি মামলায় করেছে ভাঙড় থানার পুলিশ। এবং বাকি ২ টি করেছে ২ নম্বর বিডিও অফিসার। ১টি করেছে নিহত তৃণমূল কর্মীর পরিবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মনোনয়নের শেষ চারদিন অশান্তির ভাঙড় দেখেছে সবাই। সেই সন্ত্রাসের সাক্ষী গোটা বাংলায়। পুলিশ কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েই উঠছিল প্রশ্ন। তবে এদিন সকাল থেকে ভাঙড় কাণ্ডে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন।

গত চার দিনের ঘটনায় এবার ৩টি স্বতোঃপ্রণোদিত এফআইআর দায়ের করল পুলিশ। যা জানা যাচ্ছে, মোট ৬টি এফআইআর দায়ের করা হয়েছে। যার মধ্যে ৩টি-ই করেছে ভাঙড় পুলিশ।

এছাড়া, ২টি করেছেন ২ নম্বর বিডিও অফিসের অফিসার। বিডিও অফিসার অভিযোগে জানিয়েছেন, হামলা চলাকালীন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিডিও অফিসে ঢুকে পড়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে। সেই অভিযোগের ভিত্তিতেই ২টি এফআইআর দায়ের হয়েছে।

আর আরও একটি মামলা করেছেন নিহত তৃণমূল কর্মী রশিদ মোল্লার ভাই। ভাইকে খুনের অভিযোগে এই মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।