দেশে প্রবল বর্ষণ, ধসে পড়ল সব! চারিদিকে হাহাকার, মৃত ৫৬

ব্রাজিলে প্রবল বর্ষণের ঘটনা ঘটেছে।

New Update
মকন্ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ধসে পড়া বাড়িঘর, সেতু ও সড়কের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া জীবিতদের খুঁজে বের করতে জরুরি উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন।

Add 1

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রিও গ্রান্ডে দো সুল রাজ্যে জলের স্তর বৃদ্ধি বাঁধের ওপর চাপ সৃষ্টি করছে এবং পোর্তো আলেগ্রে মহানগরীকে হুমকির মুখে ফেলছে। গভর্নর এদুয়ার্দো লেইতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, কারণ অঞ্চলটি বিপর্যয়কর আবহাওয়ার ঘটনার সঙ্গে লড়াই করছে।