/anm-bengali/media/media_files/FzRR3B0UCI7k9utF3sBP.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের নেকড়াশুলি এলাকায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপি দল ছেড়ে ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি। এছাড়াও উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ভাগবৎ মান্না, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জহরলাল নায়েক সহ আরো অনেকে। ওই এলাকার বিজেপি নেতা আশীষ মাহাত র নেতৃত্বে ৫০টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউত বলেন, লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এর হিড়িক আরো বাড়বে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাদের সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া, আশীষ মাহাত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশ দিন প্রকল্পের কাজের বকেয়া টাকা শ্রমিকদের দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে তা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য উৎসাহ জাগিয়েছে। বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছুই দেয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতকে শক্তিশালী করে তোলার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us