ভয়ঙ্কর! ডেঙ্গি হানা ভাঙল ৫ বছরের রেকর্ড

৫ বছরের মধ্যে রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ এবারই, এমনও বলছে পরিসংখ্যান।

New Update
11

File Picture

নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরশুমে রাজ্যে আরও ভয়াবহ চেহারায় ডেঙ্গি। পরিসংখ্যান জানাচ্ছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার। ৫ বছরের মধ্যে রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ এবারই, এমনও বলছে পরিসংখ্যান।

গত ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭৫। গত বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২৭১ জন। ২০২১-এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ২৬৪ জন। ২০২০-তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ১৬৬ জন।

স্বাস্থ্য ভবনের নথি অনুযায়ী, চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮ হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। সব মিলিয়ে চিন্তা ধরিয়েছে মারণ ডেঙ্গি।

hiren