New Update
/anm-bengali/media/media_files/eP7S9EFx6gMk7Uzyewoe.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পোস্টাল ব্যালটে লড়াই চললেও ইভিএম খেলা ঘুরিয়ে দিল। যত কাউন্টিং এগোচ্ছে, ততোই যেন মুখের হাসি চওড়া হচ্ছে মমতা-অভিষেকের। কেননা দল ভালো ফল করছে। বাড়ছে আসন সংখ্যা, বাড়ছে শতাংশের হার।
অন্যদিকে, বিজেপির অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। ক্রমশ কমছে বিজেপির শতাংশের হার। একই সাথে কঠিন অবস্থায় রয়েছে বামফ্রন্ট, কংগ্রেসও।
এই মুহুর্তের শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তৃণমূল ৪৭.১৩ শতাংশ ভোট পেয়েছে, বিজেপি ৩৭.৪৮ শতাংশ ভোট পেয়েছে, কংগ্রেস ৫.১৪ শতাংশ ভোট পেয়েছে, আর বামফ্রন্ট ৫.১৩ শতাংশ ভোট পেয়েছে।
/anm-bengali/media/media_files/4gbzA78UrWyuUTJXKbAx.png)
আর আসন সংখ্যা অনুযায়ী কে কতোটা এগিয়ে রয়েছে?
তৃণমূল – ২৫
বিজেপি – ১০
কংগ্রেস – ৩
বামফ্রন্ট - ১
/anm-bengali/media/media_files/dHLDeWiGMZMNYhPs3Vhw.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us