ভয়াবহ হামলার আশঙ্কা! সরিয়ে নেওয়া হল শিশুদের

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

New Update
ক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের আশেপাশের বসতি থেকে ৩৬ শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে।

খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ বলেন, "গত ২৪ ঘণ্টায় কুপিয়ানস্ক জেলা থেকে ৩৬ জন শিশু ও চার জন প্রতিবন্ধীসহ ১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ৯ আগস্ট উচ্ছেদের আদেশ জারি করে। এরপর থেকে ৭১ জন শিশুসহ ২০৪ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "সব উদ্বাস্তু প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন: বিনামূল্যে বাসস্থান, মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা, আইডিপি সার্টিফিকেট প্রাপ্তিতে সহায়তা এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে প্রাসঙ্গিক আর্থিক সহায়তা।"