Panchayat Election: ৩৩৭ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে

রাজ্যে আসছে ৩৩৭ কোম্পানি বাহিনী। যার মধ্যে - সিআরপিএফ ৫০ কোম্পানি, বিএসএফ ৬০ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি, এসএসবি ২৫ কোম্পানি, আরপিএফ ২০ কোম্পানি এবং স্পেশাল আর্মড পুলিশ ফোর্স ১১৫ কোম্পানি।

New Update
central.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৮২২ বলায় সার! কাগজে-কলমে তা হল না। আপাতত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আসছে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গতকাল রাতেই এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বিজ্ঞপ্তি জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। আর এবার আরও ৩১৫ কোম্পানির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।

এর মধ্যে, সিআরপিএফ ৫০ কোম্পানি, বিএসএফ ৬০ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি, এসএসবি ২৫ কোম্পানি, আরপিএফ ২০ কোম্পানি, অর্থাৎ মোট সিএপিএফ ২০০ কোম্পানি। আর বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স ১১৫ কোম্পানি থাকবে বলে জানা যাচ্ছে।

তবে এও জানা যাচ্ছে, পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।