ভয়াবহ হামলা! ২৬ জন সেনা নিহত, উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত

ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নাইজেরিয়া।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে, যেখানে সেনাবাহিনী অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে।

জুঙ্গেরু-তেগিনা মহাসড়কে 'গুরুতর লড়াইয়ের' পর সেনাবাহিনী জানিয়েছে, "সংঘর্ষে আমরা তিন কর্মকর্তাসহ ২৩ জন সৈন্য এবং তিনজন বেসামরিক জেটিএফ (রক্ষক)-কে হারিয়েছি এবং আট জন সৈন্য আহত হয়েছে।" 

নাইজেরিয়ার বিমান বাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গাবকওয়েত এক বিবৃতিতে বলেন, 'এমআই-১৭১ হেলিকপ্টারটি কাদুনার পথে জুঙ্গেরু প্রাথমিক বিদ্যালয় থেকে রওনা হলেও পরে নাইজার রাজ্যের শিরোরো স্থানীয় সরকার এলাকার চুকুবা গ্রামের কাছে বিধ্বস্ত হয়।' 

তিনি বলেন, 'বিমানে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।'