/anm-bengali/media/media_files/2024/10/17/BufTiBuYz65XXcFtcIoc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। ট্র্যাক থেকে ছিটকে গেল ট্রেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকালে আসামের ডিবলং স্টেশনে আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাসের ৮টি কামরা লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
2520 Agartala – Lokmanya Tilak Terminus Express that left Agartala today morning derailed at Dibalong station under Lumding division in the Lumding - Bardarpur Hill section at about 15-55 hrs. 8 coaches including the power car and the Engine of the train got derailed. However,… pic.twitter.com/MkSiVzSRYC
— ANI (@ANI) October 17, 2024
উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও জানিয়েছেন, ২৫২০ আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস আজ সকালে আগরতলা থেকে ছেড়ে আসা লামডিং ডিভিশনের লামডিং ডিভিশনের ডিবলং স্টেশনে বিকেল ৫টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের পাওয়ার কার ও ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার ও পুনরুদ্ধার কাজ তদারকির জন্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দুর্ঘটনা ত্রাণ ট্রেন এবং দুর্ঘটনা ত্রাণ মেডিকেল ট্রেন ইতিমধ্যে লামডিং থেকে সাইটের উদ্দেশ্যে রওনা হয়েছে। লামডিং-বদরপুর সিঙ্গল লাইন সেকশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লামডিং-এ হেল্পলাইন নম্বরগুলো হল-03674 263120, 03674 263126।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us