ইসরায়েল বিদায়, দেশে ফিরলেন ২৩৫ ভারতীয়

ভারতের এহেন তৎপরতা মন কেড়েছে ইসরায়েল থেকে ফেরা ভারতীয়দের।

New Update
মন

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল থেকে ২৩৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে দ্বিতীয় ফ্লাইট দিল্লিতে এসে পৌঁছাল। এমইএ রাজকুমার রঞ্জন সিং বিমানবন্দরে তাঁদের সাদর আমন্ত্রণ জানান। দেশে ফিরে স্বভাবতই উচ্ছ্বসিত ভারতীয়রা। ভারতের এহেন তৎপরতা মন কেড়েছে ইসরায়েল থেকে ফেরা ভারতীয়দের।

এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বলেন, "আজ আমরা ইসরায়েল থেকে প্রায় ২৩৫ জন যাত্রীকে ফিরিয়ে আনলাম। এই নিয়ে ৪৪৭ জন দেশে ফিরলেন। আমরা অপারেশন অজয় চালিয়ে যাব। সেখানে এখনও প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছে। দ্রুতই তাঁদেরকে ফিরিয়ে আনা হবে”।

 

hiren