SSC রায়দান: ২০১৬-র সম্পূর্ণ প্যানেলই বাতিল করল হাইকোর্ট

এসএসসি মামলার রায়দান হয়ে গেল আজ।

New Update
kolkata high court

File Picture

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের প্রথম দিন, নজিরবিহীন রায়ের সাক্ষী থাকল রাজ্য সহ গোটা দেশ। কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ দিল সেই নজিরবিহীন রায়। এসএসসি মামলার রায়দান হয়ে গেল আজ। আর সেখানেই ২০১৬-র সম্পূর্ণ প্যানেলকে বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

high court.jpg

২০১৬-র ৪টি প্যানেল, গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ, এই চারটি প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সাফ ভাষায় আদালত জানিয়ে দিল, এই সবকটিই মেয়াদ উত্তীর্ণের পর পাওয়া চাকরি। তাই সেই চাকরি আর বৈধ নয়। মোট, ২৫৭৫৩ জন চাকরি খোয়ালেন এই রায়ের পর। একই সাথে এতদিন ধরে তারা যে বেতন পেতেন সেই বেতন আগামী ৪ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে প্রত্যেককে। একই সাথে সেই বেতন ৬ সপ্তাহের মধ্যে সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে জেলাশাসককে। একমাত্র ২০১৬-র চাকরিপ্রার্থী সোমা দাসের চাকরি কেড়ে নেওয়া হবে না বলেও এদিন জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

ssc ss.jpg

Add 1